অবশেষে আল-হিলালেই যোগ দিলেন নেইমার

খেলাধুলার বিবিধ August 16, 2023 1,391
অবশেষে আল-হিলালেই যোগ দিলেন নেইমার

ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার দ্যা সিলভা জুনিয়র। ৯৮.২৪ মিলিয়ন ডলারে দুই বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।


আর্থিক সুবিধাদির বিস্তারিত বিষয়াদি প্রকাশ করা না হলেও ধারনা করা হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্ষিক বেতন হবে ১০০ মিলিয়ন ডলার। যা আল-নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর অর্ধেক।


অবশ্য কোথাও কোথাও সব মিলিয়ে নেইমারের বার্ষিক বেতন ১৬০ মিলিয়ন ইউরো তথা ১৭৪.৪৬ মিলিয়ন ডলার উল্লেখ করা হয়েছে।


আল হিলালের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও পোস্টে নেইমার রিয়াদের ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে বলেন, ‘আমি সৌদি আরবে পৌঁছে গেছি, আমি হিলালি।’


সৌদি প্রো লিগের পাঠানো এক বিবৃবিতে নেইমার জানিয়েছেন, তিনি দেশটিতে নতুন ক্রীড়া ইতিহাস গড়তে চান এবং বর্তমানে সৌদি প্রো লিগ দারুণ উজ্জীবিত ও এখানে ভালো ভালো সব খেলোয়াড় রয়েছে।


‘আল হিলাল বড় একটি ক্লাব এবং তাদের রয়েছে অসাধারণ সব ভক্ত-সমর্থক। এবং এটি এশিয়ার সেরা ক্লাব। এটা আমাকে এমনই একটি অনুভূতি দিচ্ছে যে আমি সঠিক সময়ে, সঠিক একটি ক্লাবে যোগ দেওয়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি জিততে পছন্দ করি এবং গোল করতে পছন্দ করি। সেটা আমি সৌদি আরবে আল-হিলালের হয়েও চালিয়ে যেতে চাই।’


পিএসজির প্রেসিডেন্ট আল-খেলাইফি এক বার্তায় নেইমারকে বিদায় জানিয়ে বলেছেন, ‘নেইমারের মতো একজন দুর্দান্ত খেলোয়াড়কে, একজন বিশ্বের সেরা খেলোয়াড়কে বিদায় বলাটা সব সময়ই কঠিন। আমি সেই দিনের কথা কখনোই ভুলবো না যেদিন সে পিএসজিতে যোগ দিয়েছিল।


এবং গেল ছয় বছর সে আমাদের ক্লাবে এবং আমাদের প্রোজেক্টে অবদান রেখেছে। আমাদের দারুণ একটি সময় ছিল এবং নেইমার সব সময় আমাদের ক্লাবের ইতিহাসের অংশ হয়ে থাকবে।’


সূত্রঃ রাইজিংবিডি