মেসি অনুশীলনে চোট পেয়েছেন এমন খবরে শঙ্কার চোরা স্রোত যেন বয়ে গিয়েছিল ইন্টার মায়ামি শিবিরে। সেই স্রোত পেরিয়ে আর্জেন্টাইন তারকা মাঠে নামলেন। আবারও গোল করলেন। ফিলাডেলফিয়া ইউনিয়নকে বিশাল ব্যবধানে হারিয়ে দলকে নিলেন লিগস কাপের ফাইনালে।
পেনসিলভেনিয়ার সুবারু পার্কে বাংলাদেশ সময় বুধবার ভোরে ৪-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মেসি।
প্রধমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। এসময় অন্য দুই গোল করেন জোসেফ মার্টিনেজ ও জর্দি আলবা। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে স্বাগতিক ফিলাডেলফিয়া। শেষদিকে ডেভিড রুইজের গোলে ব্যবধান বড় করে ফাইনালে ওঠার আনন্দে মাতে মায়ামি শিবির।
ম্যাচে শুরু থেকেই নিজেদের সাম্প্রতিক ছন্দ দেখাতে থাকে মায়ামি। ৪-৩-৩ ফর্মেশনে খেলতে থাকা মায়ামি এগিয়ে যায় ম্যাচের মাত্র ২ মিনিটেই। সের্গেই ক্রিভতসভের বাড়ানো বল ধরে মাঠের ডানদিক থেকে বক্সে ঢুকে জোরালে শটে মায়ামিকে এগিয়ে নেন স্ট্রাইকার মার্টিনেজ।
গোল খেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে ফিলডেলফিয়া। দুটো ভালো আক্রমণও শানায় তারা। তবে তাদের প্রচেষ্টা সফল হয়নি। এর মাঝেই সুযোগ পেয়ে এগিয়ে যায় মায়ামি। এবার দৃশ্যপটে স্বয়ং মেসি। ২০ মিনিটের মাথায় মার্টিনেজের কাছ থেকে বল পেয়েই ডান দিক দিয়ে বাম পায়ের লং শটে ব্যবধান ২-০ করেন মায়ামি অধিনায়ক।
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় গোল উৎসবে নাম লেখান জর্দি আলবা। ৪৮ মিনিটে রবার্ট টেলরের বাড়ানো ব্যাকপাস পেয়ে ডানদিক দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান মেসির বার্সা সতীর্থ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
বিরতির পর দুজন খেলোয়াড় বদলি নামান ফিলডেলফিয়া কোচ। পুরোপুরি আক্রমণাত্মক হয়ে ওঠে ফিলডেলফিয়া। একের পর এক আক্রমণও করে যায় তারা। তবে জালের দেখা পাননি। কখনো অফসাইড, কখনো গোলবারে, কখনো উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন তারা।
অবশেষে তাদের আক্ষেপ ঘুচে ম্যাচের ৭৩তম মিনিটে। ডান কর্নার থেকে উড়ে এসেছিল বল। একদম বক্সের মাঝখানেই ওঁত পেতে ছিলেন আলেজান্দ্রো বেদোয়া। বল পেয়ে ডান পায়ের নিঁখুত শটে ব্যবধান ৩-১ করেন যুক্তরাষ্ট্র তারকা।
গোল খাওয়ার পরমুহূর্তেই একটা বদলি আনেন মায়ামি কোচ। বেঞ্জামিন ক্রেমাশ্চিকে তুলে ডেভিড রুইজকে নামান মার্টিনো। আর তাতেই কেল্লাফতে। নেমেই বাজিমাত। ৮৪ মিনিটে দারুণ এক গোল করে ব্যবধান ৪-১ করেন রুইজ।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ৯০ মিনিটের খেলা শেষ ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৫ মিনিটেও আর গোল না হওয়ায় ৪-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এ জয়ে ফাইনালে পৌছে গেল তারা।
সূত্রঃ রাইজিংবিডি/ইনকিলাব