ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরে যা বললেন পান্ডিয়া

ক্রিকেট দুনিয়া August 14, 2023 490
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরে যা বললেন পান্ডিয়া

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটি হেরে শঙ্কা জাগে সিরিজ হারের। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই ম্যাচে জয় ছিনিয়ে নিলেও শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে হার থেকে অবশ্য শিক্ষা নিতে চান সফরকারী অধিনায়ক হার্দিক পান্ডিয়া।


ম্যাচ শেষে ২৯ বর্ষী অলরাউন্ডার বলেছেন, ‘টি-টুয়েন্টিতে কী করা উচিত এ বিষয়ে বোঝার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। কখনও কখনও হেরে যাওয়াটা ভালো, তাতে অনেককিছু শেখা যায়। তবে এ কথাতে আসলে ম্যাচের ফল ঢাকার কোনো সুযোগ নেই।


ইতিবাচক হল, আসলেই এখান থেকে এই দলের অনেককিছু শেখার আছে। এটাও সত্য যে আজকের ম্যাচটি অনেকটাই একতরফা মনে হয়েছে। শেষ হাসি তারাই হেসেছে। জয়-পরাজয় খেলারই একটি অংশ। আমাদের এখন শেখার দিকেও মনোযোগ দিতে হবে।’


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ১২ বল হাতে রেখে জয়ের দেখা পেয়ে যায় স্বাগতিক দল। শেষ ম‍্যাচে জিতে ৩-২ ব‍্যবধানে সিরিজ নিজেদের করেছে রোভম্যান পাওয়েলের দল।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন