এলপিএল খেলতে দেশ ত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস। সাকিবের দল গল টাইটান্সের মাঠ মাতাবেন তিনি।
এলপিএল খেলতে লিটনকে শনিবার (১২ আগস্ট) অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্র জানিয়েছে, টুর্নামেন্টে দলের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন। বাংলাদেশের এই ক্রিকেটার দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে লিটন ক্যাপশন লিখেছেন, কলম্বোতে যাচ্ছি।
এখনো পর্যন্ত ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে গল। প্রথম দুই ম্যাচে জয়ের পর হেরেছে টানা ৪ ম্যাচে। এমন পরিস্থতিতেই ডাক পড়েছে লিটনের। দলে আছেন আরেক বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন। তিনি অবশ্য এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
এলপিএল চলবে ২০ আগস্ট পর্যন্ত। এদিকে, এশিয়া কাপ সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। সাকিব, লিটন ও শরিফুল যোগ দিবেন এলপিএল শেষ করে।
সূত্রঃ যমুনা টিভি অনলাইন