সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া August 9, 2023 1,578
সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান

সবার আগে এশিয়া কাপের দল দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।


গত জানুয়ারিতে পাকিস্তানের ওয়ানডে দলের সহকারী অধিনায়ক করা হয়েছিল শান মাসুদকে। তাকে এবার আফগানিস্তান ও এশিয়া কাপের দলে রাখাই হয়নি। পাকিস্তান দলে আবারও ডাক পেয়েছেন ফাহিম আশরাফ। গত মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন হারিস সোহেল, ইহসানউল্লাহ।


পাকিস্তানের এশিয়া কাপের দলে প্রাধান্য দেওয়া হয়েছে অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মকে। সংবাদ সম্মেলনে ফাহিমকে দলে নেয়ার কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম। তিনি জানিয়েছেন দলে আর অলরাউন্ডার না থাকায় তারা তাকে প্রাধান্য দিয়েছেন। বিশেষ করে তারা একজন পেস বোলিং অলরাউন্ডার খোঁজে ছিলেন।


আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের স্কোয়াডঃ


ওপেনার: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক।


মিডল অর্ডার: বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, তাইয়্যেব তাহির এবং সৌদ শাকিল (আফগানিস্তান সিরিজের জন্য)।


উইকেটকিপার: মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস।


স্পিনার: শাদাব খান (ভাইস ক্যাপ্টেন), মোহাম্মদ নেওয়াজ এবং উসামা মীর।


পেস-অলরাউন্ডার: ফাহিম আশরাফ।


পেসার: হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি।


সূত্রঃ ঢাকা পোস্ট