নানা কাণ্ডের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম ইকবাল। রোববার (৬ আগস্ট) পৌনে ১টার দিকে হোম অব ক্রিকেটে আসেন সাবেক এই অধিনায়ক।
প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা যখন ফিটনেস নিয়ে কাজে ব্যস্ত তখন তামিম মাঠে এসে গেলেন বিসিবির মেডিকেল বিভাগে। মেডিকেল বিভাগ থেকে বেরিয়ে যান বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগে। সেখানে কিছুক্ষণ থেকে চলে যান এই অভিজ্ঞ ওপেনার।
লন্ডনে কোমরের চোটের চিকিৎসা করিয়ে গত ৩১ জুলাই দেশে ফেরার পর বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক করেন ৩ আগস্ট। এই বৈঠক নেতৃত্ব ছেড়ে দিয়ে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলার সিদ্ধান্ত জানান তামিম।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তামিমের এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন। এরপর ধীরে ধীরে তিনি ফিটনেস নিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। এশিয়া কাপের পর সেপ্টেম্বরে নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে ফিরবেন মাঠে।
বিসিবির সংশ্লিষ্ট বিভাগের এক সূত্র জানায়, ‘চিকিৎসা যা হওয়ার তা তো হয়েছেই। এখন কিভাবে কি করতে হবে তা জানিয়ে দিয়েছি।’
সূত্রঃ রাইজিংবিডি