বিপিএলের পরবর্তী আসর কবে শুরু জানাল বিসিবি

ক্রিকেট দুনিয়া August 6, 2023 512
বিপিএলের পরবর্তী আসর কবে শুরু জানাল বিসিবি

দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বিপিএলের পরবর্তী আসর কবে শুরু হবে জানিয়েছেন বিসিবির পরিচালক ও ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।শনিবার (৫ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মল্লিক। সেখানে তিনি কথা বলেন বিপিএলের পরবর্তী আসর নিয়েও।


বিপিএলের সময়সূচি নিয়ে কথা বলতে গিয়ে মল্লিক জানান, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শুরু হবে বিপিএল। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, জাতীয় নির্বাচনের এক সপ্তাহের মধ্যে বিপিএল শুরু করব। দলগুলোর সঙ্গেও সেভাবেই কথা চলছে।’


নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়ক খোঁজা নিয়ে বিসিবি কোনো অস্বস্তিতে নেই বলেও জানান বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘নতুন অধিনায়ক নিয়ে উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’


তামিমের সরে যাওয়াসহ সবকিছু মিলিয়ে বিসিবিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেন মল্লিক। তিনি বলেন, ‘না, বিসিবিতে কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা।’


সূত্রঃ অনলাইন