সাকিব অধিনায়ক নাকি লিটন, যা বললেন সুজন

ক্রিকেট দুনিয়া August 5, 2023 607
সাকিব অধিনায়ক নাকি লিটন, যা বললেন সুজন

দেশের ক্রিকেটপাড়ায় আলোচনা বলতে গেলে একটাই- কে হবেন নতুন ওয়ানডে অধিনায়ক। এই প্রশ্নে খালেদ মাহমুদ সুজন অধিনায়ক হিসেবে চান সাকিব আল হাসানকে। শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সুজন। সেখানে তিনি বলেন, ‘সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে।


সাকিবের মাথা, ক্যাপ্টেন্সি, এক্সপেরিয়েন্স সবকিছুই বেশি। তারপরও আমি লিটনকে ছোট করতে চাই না। কারণ লিটন ভালো অধিনায়কত্ব করেছে। কিন্তু আমি মনে করি, যে টিমে সাকিব আল হাসানের মতো খেলোয়াড় আছে, সেই টিমের দায়িত্ব তাকেই দেয়া উচিত।’


সাকিব এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। আবার এই দায়িত্ব নিলে কোনো এক সময় তাকেও সরে দাঁড়াতে হবে। তখন লিটন, শান্ত কিংবা মেহেদী হাসান মিরাজদের কাঁধে ভার তুলে দেয়া যেতে পারে বলে মনে করেন সুজন।


তিনি বলেন, ‘শান্ত, মিরাজ, লিটন তৈরি হচ্ছে। আর্মব্যান্ডটা একদিন ওদের হাতে যাবে। তামিম আজকে করতে চাচ্ছে না, সাকিব হয়তো অবসর নেবে এক সময়, মুশফিক অবসর নেবে। তখন এরাই সিনিয়র ক্রিকেটার হবে।’


সূত্রঃ সময় টিভি অনলাইন