তামিম ইকবালকে নিয়ে এতদিন অনিশ্চয়তা থাকায় এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণাও আটকে ছিল। বৃহস্পতিবার (৩ আগস্ট) তামিম নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, বিসিবি এবার এশিয়া কাপের প্রাথমিক দল দ্রুতই ঘোষণা করবে।
৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। ৩২ ক্রিকেটারকে নিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করে বাংলাদেশ দল। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই জানিয়েছিলেন, ফিটনেস পরীক্ষা শেষে ২০-২২ জনের প্রাথমিক দল ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, শনিবার (৫ আগস্ট) কিংবা রোববার (৬ আগস্ট) এই দল ঘোষণা হতে পারে।
এশিয়া কাপের প্রাথমিক দলে জাতীয় দলের আশেপাশে থাকা প্রায় সকল ক্রিকেটারই সুযোগ পাবেন। ধারণা করা হচ্ছে, বিসিবির সেই প্রাথমিক দলে সুযোগ মিলবে সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদেরও। তামিম না থাকায় তার জায়গায় তরুণ ক্রিকেটার তানজীদ হাসান তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রাথমিক দলে থাকার সম্ভাবনা রয়েছে নাঈম শেখেরও। এছাড়া শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, সৌম্য সরকার, জাকির হাসান, রনি তালুকদারদেরও সুযোগ মিলতে পারে প্রাথমিক দলে।
এশিয়া কাপের সম্ভাব্য প্রাথমিক স্কোয়াড-
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান।
সূত্রঃ ঢাকা পোস্ট