কাউকে না বলেই মাঠে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া August 4, 2023 631
কাউকে না বলেই মাঠে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার

ভারতের রান তাড়া করার সময়ে এই ঘটনাটি ঘটেছে। ম্যাচের ২০তম ওভারে এই ঘটনাটি দেখা গিয়েছিল। আসলে কুলদীপ যাদব আউট হওয়ার পরে সকলেই ভাবছিলেন এবার কে নামবেন? কারণ দ্রাবিড়ের হাতে তখন শুধুই মুকেশ কুমার ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন।


যদিও অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে চাহাল। তাই কুলদীপ যখন আউট হয়ে সাজঘরের দিকে হেঁটে যাচ্ছেন তখনই চাহালকে মাঠে ঢুকতে দেখা যায়। ১০ নম্বরে ব্যাট করতে নেমে পড়েন যুজবেন্দ্র চাহাল।


সেই সময়ে হঠাৎ দেখা যায় অবাক করা একটি ঘটনা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ড্রেসিংরুম থেকে চাহালকে ফেরত ডাকছে। এমন অবস্থায় দেখা যায় ব্যাট-প্যাড পরে মাঠে নেমে পড়েন মুকেশ কুমার। তখনই একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। সকলেই প্রশ্ন করতে থাকে আরে দশ নম্বরে নামবে কে?


আসলে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট চেয়েছিল অভিষেক হওয়া মুকেশ কুমার ১০ নম্বরে ব্যাট করতে যাবেন কিন্তু চাহাল ব্যাট হাতে নিয়ে মাঠে নেমে পড়েন। সাজঘর থেকে ফিরে আসার সংকেত পাওয়ার পর। যুজবেন্দ্র তৎক্ষণাৎ দৌড়ে ফিরে যান কিন্তু শীঘ্রই তাকে আবার ক্রিজে ফিরতে হয়।


কারণ নিয়ম অনুযায়ী কোনো ব্যাটার যদি একবার মাঠে ব্যাট করতে নামেন তাহলে তার জায়গায় অন্য কোনো ব্যাটসম্যান ব্যাট করতে আসতে পারবেন না। সেই কারণেই ম্যাচের শেষ ওভারে এমন নাটক দেখা যায়।


যদিও চাহাল মাঠে নামলেও ম্যাচের হার বাঁচাতে পারেননি। আসলে চাহাল ভেবেছিলেন তিনি রান রোটেট করবেন এবং সেই সময়ে ফর্মে থাকা আর্শদীপ সিংকে স্ট্রাইকে নিয়ে আসবেন। অন্যদিকে টিম ম্যানেজমেন্ট জানত যে আর যাই হোক চাহলের পক্ষে বাউন্ডারি মারাটা সহজ হবে না।


তাই তার বদলে মুকেশ কুমারকে মাঠে নামাতে চান তারা। যাই হোক চাহাল মাঠে নেমে নিজের কাজ করেন এবং আর্শদীপ সিংকে স্ট্রাইকে নিয়ে আসেন। তবে একটা সময়ে যা হোক করে আর্শদীপকে স্ট্রাইকে আনতে গিয়ে তাকে রান আউট করিয়ে বসেন চাহাল। শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া।


সূত্রঃ নয়া দিগন্ত অনলাইন