কান্না জড়িত কন্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

ক্রিকেট দুনিয়া July 6, 2023 1,009
কান্না জড়িত কন্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসর ঘোষণা করেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। অবসর ঘোষণা দিতে গিয়ে বার বার কান্নায় ভেঙে পড়েন ওয়ানডে অধিনায়ক।


আফগানিস্তানের সাথে সিরিজের প্রথম ওয়ানডেই ছিল তামিম ইকবালের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এই কথা বলে আলোচিত সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটার।


বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এই ঘোষণা দেন তিনি।


এ সময় জাতীয় দলের সকল কোচ, সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের ধন্যবাদ জানান দেশসেরা ব্যাটার খ্যাত তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। সর্বোচ্চ ওয়ানডে রান ও সেঞ্চুরিও তার।