রোহিত-কোহলিকে ছাড়াই টি-টোয়েন্টি দল ঘোষণা করলো ভারত

ক্রিকেট দুনিয়া July 6, 2023 689
রোহিত-কোহলিকে ছাড়াই টি-টোয়েন্টি দল ঘোষণা করলো ভারত

চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয়রা। আর ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এই স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি।


বুধবার (৫ জুলাই) ক্যারিবিয়ানদের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজের জন্য হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিসিআই।


এতে সূর্যকুমারকে পান্ডিয়ার ডেপুটি হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে দ্যুতি ছড়ানো তিলক বার্মা।


রোহিত এবং কোহলির সঙ্গে রবীন্দ্র জাদেজাও বাদ পড়েছেন। স্কোয়াডে স্পিন কোটায় জায়গা করে নিয়েছেন কুলদীপ জাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই।


এদিকে তিলকের সঙ্গে রাজস্থান রয়্যালসের যশস্বী জসওয়াল স্কোয়াডে জায়গা পেলেও কেকেআরের জার্সিতে আইপিএল মাতানো ব্যাটার রিঙ্কু সিংয়ের জায়গা হয়নি।


ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জসওয়াল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সাঞ্জু স্যামসন, ইশান কিষাণ (উইকেট-কিপার), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ ইয়াদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।


সূত্রঃ আরটিভি অনলাইন