এক মাস ধরেই কোমরের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইনজুরির কারণেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে পারেননি তামিম। তবে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে ফিরেছেন তিনি।
অনুশীলনে ফিরলেও ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তামিম। সংশয় ছিলো ওয়ানডে সিরিজেও তার খেলা নিয়ে। তবে এবার সংশয় দূর করেছেন তামিম নিজেই। আগামীকাল বুধবার (৫ জুলাই) প্রথম ওয়ানডেতেই মাঠে নামবেন তামিম। সম্পূর্ণ ফিট না থাকলেও আফগানদের বিপক্ষে খেলবেন তামিম।
আজ মঙ্গলবার (৪ জুলাই) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম জানান, আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না পুরোপুরি বা শতভাগ ফিট আছি। কালকে খেলার পর বুঝতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত বলতে পারি আমি আগামীকাল খেলবো।
তবে নিজের দলের ভোগান্তির কারণও হতে চান না নিজে বলেই জানিয়েছেন তামিম। তিনি বলেন, আমি দেখতে চাই আমি কতটুক মানিয়ে নিতে পারছি, আর কতটুকু পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না যেটাতে দল ভুক্তভোগি হয়। আমি সবসময় বলি ব্যক্তি থেকে দল সবার আগে।
এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে, তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।
সূত্রঃ ইত্তেফাক অনলাইন