জিম-আফ্রো টি-টেন লিগে দল পেলেন তাসকিন

ক্রিকেট দুনিয়া July 3, 2023 513
জিম-আফ্রো টি-টেন লিগে দল পেলেন তাসকিন

এবার তাসকিন আহমেদও দল পেলেন জিম-আফ্রো টি-টেন লিগে। নতুন আত্মপ্রকাশ করতে যাওয়া এই লিগে মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে দল পেলেন তিনি। তাকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস।


সোমবার (৩ জুলাই) শুরু হয়েছে জিম-আফ্রো টি-টেনের প্রথম আসরের ড্রাফট। এই ড্রাফট থেকেই তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে। একই দলের হয়ে খেলবেন সিকান্দার রাজা, অ্যাস্টন টার্নার, টাইমাল মিলস, বেন ম্যাকডারমটের মতো তারকারা।


তাসকিন ড্রাফট থেকে দল পেলেও মুশফিককে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় জোবার্গ বাফালোস। আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে জিম আফ্রো টি-টেন লিগের অভিষেক আসর। খেলবে মোট পাঁচটি দল।


এদিকে এর আগে আইপিএল, পিএসএল ও কাউন্টিতেও খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। কিন্তু জাতীয় দলের খেলাকে প্রাধান্য দিয়ে এসব প্রস্তাব উপেক্ষা করেছেন বাংলাদেশ পেস সেনসেশন। এবার তার ভাগ্যে কী আছে, তা হয়তো সময়ই বলে দেবে।


সূত্রঃ নয়াদিগন্ত অনলাইন