আগামী আইপিএলে খেলার সুযোগ আমিরের সামনে!

ক্রিকেট দুনিয়া July 3, 2023 734
আগামী আইপিএলে খেলার সুযোগ আমিরের সামনে!

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ খুবই দুর্লভ। শুরুর দিকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিতে পারলেও পরবর্তীতে সে সুযোগ বহাল থাকেনি। ফলে, পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে অংশ নিতে দেখা যায় না। তবে, এবার পাকিস্তানের আমিরের সামনে রয়েছে আইপিএলে খেলার সুযোগ।


ব্রিটিশ নাগরিক নার্জিস খানকে বিয়ে করার সুবাদে ২০২৪ সালে ব্রিটিশ নাগরিকত্ব পাবেন মোহাম্মদ আমির। ৩১ বছর বয়সী এই পেসার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া, ভবিষ্যৎ এবং আইপিএলে অংশগ্রহণ নিয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। ব্রিটিশ নাগরিকত্ব পেলে আইপিএলে খেলার সুযোগ থাকবে আমিরের সামনে।


ব্রিটিশ নাগরিকত্ব পেলেও ইংল্যান্ডের জার্সিতে খেলার কোনো ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দেন আমির। তবে আইপিএলে অংশগ্রহণের ব্যাপারে পাকিস্তানি এই পেসার জানান, ধীরে ধীরে এগোতে চান তিনি।


আমির বলেন, ‘প্রথমত আমি ইংল্যান্ডের হয়ে খেলবো না। দ্বিতীয়ত (আইপিএল বিষয়ে) এখনও এক বছর বাকি আছে। আমি ধাপে ধাপে এগোতে চাই। আমি জানি না কাল কি ঘটবে, সেখানে এখনই আইপিএলের পরবর্তী আসর নিয়ে ভাবা উচিত নয়। আমি যখন ব্রিটিশ পাসপোর্ট পাবো তখন সেরা যে সুযোগগুলো আমি পাবো সেগুলো কাজে লাগাতে চেষ্টা করবো।’


এর আগে, ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করে আইপিএলে অংশ নিয়েছিলেন পাকিস্তানের আজহার মাহমুদ। আমিরও কি সেই পথেই হাঁটে কি না সেটিই এখন দেখার বিষয়।


সূত্রঃ চ্যানেল ২৪