সবার আগে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে ফেলল শ্রীলঙ্কা। আজ রবিবার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে তারা বিশ্বকাপের টিকিট পায়। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়ার অপেক্ষায় জিম্বাবুয়ে। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচের অপেক্ষায়।
বুলাওয়েতে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় পুরো বাছাই পর্বে দাপট দেখানো জিম্বাবুয়ে। আজ লঙ্কান বোলিং আক্রমণের সামনে ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। একমাত্র ফিফটি করেছেন বাছাই পর্বে তিন সেঞ্চুরি করা শন উইলিয়ামস (৫৬)। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ বলে ৩১ রান করেন সিকান্দার রাজা।
এ ছাড়া কেউ বিশের ঘরেও যেতে পারেননি। বল হাতে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন মহেশ থিকশানা। এ ছাড়া দাসুন মাদুশাঙ্কা নিয়েছেন ১৫ রানে ৩টি। রান তাড়ায় নেমে ১০৩ রানের উদ্বোধনী জুটি গড়েন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর দিমুথ করুনারত্নে।
৫৬ বলে ৩০ রান করা করুনারত্নে আউট হলেও নিশাঙ্কা তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তিনি অপরাজিত থাকেন ১০২ বলে ১৪ বাউন্ডারিতে ১০১ রানে। এ ছাড়া কুসল মেন্ডিস ২৫ রানে অপরাজিত থাকেন। ৩৩.১ ওভারেই ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ম্যাচসেরার পুরস্কার উঠেছে মহেশ থিকশানার হাতে।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন