আর মাত্র ১০০ দিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ মহাযজ্ঞ। ভারতের মাটিতে চলতি বছর ৫ অক্টোবরে শুরু হয়ে আসরটি শেষ হবে ১৯ নভেম্বরের ফাইনাল দিয়ে। মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। লিগ পর্বে ৬ ভেন্যুতে নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সূচি প্রকাশের পর আইসিসির এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
আইসিসির সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলপতি জানালেন, এটা সবচেয়ে বড় আয়োজন। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোন কিছুর তুলনা চলে না। কারণ, সাদা বলের এই প্রতিযোগিতা প্রতিনিয়ত আপনার ম্যাচ সচেতনতা ও ধৈর্য্যর পরীক্ষা নেবে।
যে দলটি নিয়ে আমরা বিশ্বকাপে যাবো, তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা দুর্দান্ত পারফর্ম করছি এবং ওয়ানডে সুপার লিগে আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণে আমরা ভালো একটি দল, কন্ডিশনও আমাদের পরিচিত।
তবে বিশ্বমঞ্চের এই লড়াইয়ে কোনো দলকেই সহজ বলতে নারাজ দেশসেরা এই ওপেনার। তার ভাষ্য, টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।
তামিম বলেন, ভারতে খেলা সবসময় খুব উপভোগ্য। দারুণ সব স্টেডিয়াম, ক্রিকেট ভক্তদের অপরিসীম জ্ঞান অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে তোলে। আমরা সেখানে খেলতে গিয়ে সবসময় দারুণ সমর্থন পেয়েছি।
সব মিলিয়ে লিগ ম্যাচে ৪৫ দল একে অন্যের মুখোমুখি হবে। ছয়টি ম্যাচ হবে দিনের, বাংলাদেশ সময় শুরু হবে সকাল ১১টায়। অন্য ম্যাচ হবে বেলা আড়াইটায়।
সূত্রঃ সমকাল অনলাইন