আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। একমাত্র টেস্টে দাপুটে জয় পাওয়া টাইগাররা এবার চোখ রাখছে ওয়ানডে সিরিজের ট্রফিতে। আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলেই প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে আসবে তামিম-সাকিব’রা।
নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশ দল বাজিমাত করে প্রায় সবসময়। আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। তালিকায় এই মুহূর্তে টাইগারদের রেটিং ৯৮।
চট্টগ্রামে ৫ জুলাই শুরু হবে প্রথম ওয়ানডে। ৮ ও ১১ জুলাই চট্টগ্রামেই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। তামিম ইকবালের দলের সামনে সুযোগ আছে এই রেটিং বাড়িয়ে র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার।
৯৮ রেটিং নিয়ে বাংলাদেশ নিঃশ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কাঁধে। সমান ১০১ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা ৬ ও ইংল্যান্ড অবস্থান করছে পাঁচ নম্বরে। আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে ৩ রেটিং বাড়বে বাংলাদেশের, হবে ১০১। সমান রেটিং থাকলেও ইংল্যান্ড ৬ ও দক্ষিণ আফ্রিকা ৭ নম্বরে নেমে যাবে। আর তাতেই দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে টপকে ৫ নম্বরে উঠবে বাংলাদেশ।
২-১ ব্যবধানে সিরিজ জিতলে, রেটিং-র্যাংকিং কোনটাই পরিবর্তন হবে না বাংলাদেশের। তবে ২-১ ব্যবধানে আফগানিস্তান সিরিজ জিতলে, ৩ রেটিং হারাবে বাংলাদেশ। যদিও বাংলাদেশ থাকবে ৭ নম্বরেই।
যদি বাংলাদেশ ৩ ম্যাচেই হারে, তাহলে নেমে যাবে র্যাংকিংয়ের ৮ নম্বরে। বাংলাদেশের চেয়ে ৩ রেটিং এগিয়ে ৭ নম্বরে উঠে যাবে আফগানিস্তান।
সূত্রঃ ক্রিকেট৯৭