টানা দুই জয়ের পর জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে হারল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২৬৯ রানের মাঝারি স্কোর তাড়ায় ৩৫ রানে হারে ক্যারবীয়রা।
শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে সিকান্দার রাজা (৬৮), রায়ান বুর্ল (৫০) ও ক্রেগ আরভিনের (৪৭) ব্যাটিং নৈপুণ্যে ৪৯.৫ ওভারে ২৬৮ রান করে জিম্বাবুয়ে।
টার্গেট তাড়ায় টেন্ডা চাতারা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগরাভা ও সিকান্দার রাজার বোলিং তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.৪ ওভারে ২৩৩ রানেই অলআউট হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার কাইল মায়ার্স, ৪৪ রান করেন রোস্টন চেজ। এছাড়া ৩৪ ও ৩০ রান করে করেন নিকোলাস পুরান ও শাই হোপ।
৩৫ রানের জয়ে ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৬৮ রান এবং বল হাতে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সিকান্দার রাজা।আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয় উপহার দিয়ে ম্যাচ সেরা হন রাজা।
সূত্রঃ যুগান্তর অনলাইন