সৌম্যকে নিয়ে যা বললেন টাইগারদের সহকারী কোচ

ক্রিকেট দুনিয়া June 24, 2023 1,588
সৌম্যকে নিয়ে যা বললেন টাইগারদের সহকারী কোচ

ফের আলোচনায় সৌম্য সরকার। নাহ, পারফর্মেন্সের জন্য নয়। সৌম্য সরকারের যে সামর্থ্য আছে, তার ওপর এখনও আস্থা রাখতে চাইছেন জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে থেকে শুরু করে নির্বাচকমন্ডলীরা। দর্শকদের বড় একটা অংশও চান সৌম্য আবার ফিরে আসুক।


সেই লক্ষ্যেই সৌম্যকে ডাকা হয়েছে আফগানিস্তান সিরিজের ক্যাম্পে। হাতুরাসিংহের অধীনে তিনি কঠোর অনুশীলন করে যাচ্ছেন। মাস দেড়েক আগে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের সহকারী কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার নিক পোথাস। ক্রিকেটারদের অনুশীলনে তিনি প্রচুর সময় দেন।


আজ শনিবার তার কাছে জানতে চাওয়া হয়- সৌম্য শেকি কি না? জবাবে পোথাস বলেন, 'আমি নিশ্চিত না। কারণ আমি তার সেরাটা দেখিনি। অনেক আগে তাকে টিভিতে দেখেছি। এটা অভজারভেশন পিরিয়ড।


তাদেরকে যতটা সম্ভব রিলাক্স রাখা যায়। আমরা জানি তার সেরাটা খুবই ভালো। কিন্তু এই মুহুর্তে আমি তাকে ২-৩ বার নেটে দেখেছি, যেটা যথেষ্ট নয়।'।


উল্লেখ্য, সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। যদিও তার ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্স খুবই বাজে।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন