বাবর আজম ও কোহলির রেকর্ড ভেঙে দিলেন শাইহোপ

ক্রিকেট দুনিয়া June 23, 2023 923
বাবর আজম ও কোহলির রেকর্ড ভেঙে দিলেন শাইহোপ

কোহলিকে আগেই পেছনে ফেলেছিলেন, এবার বাবর আজমকেও ছাড়িয়ে গেলেন শাইহোপ। বৃহস্পতিবার আইসিসি বিশ্বকাপের বাছাইপর্বে নেপালের বিপক্ষে খেলতে নেমে তাদের ছাপিয়ে যান হোপ। ১৩২ রানের ইনিংস খেলার পথে আরো বেশ কিছু রেকর্ডের মালিক বনে যান তিনি।


বৃহস্পতিবার হোপ যখন ব্যাটিংয়ে নামেন, ততক্ষণে মোটে ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দলের হাল ধরেন তিনি, শেষ ওভারে যখন আউট হলেন, দলীয় সংগ্রহ তখন ৩৩৫। এর মাঝে শাইহোপ তুলে নেন ক্যারিয়ারের ১৫তম শতক।


ক্যারিয়ারের পনেরো শতকের ৯টাই শাইহোপ করেছেন ২০১৯ বিশ্বকাপের পর। যা গত চার বছরের সর্বোচ্চ শতকের রেকর্ড। এই সময়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেনি আর কোনো ব্যাটার। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পর বাবর করেন মোট আটটি ওডিআই সেঞ্চুরি।


এই সময়ে শতকের দিক থেলে তিন নম্বরে রয়েছেন আরেক পাকিস্তানি ফখর জামান। তিনি করেন মোট ছয়টি সেঞ্চুরি। পাঁচ সেঞ্চুরি নিয়ে চার নম্বরে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আর পাঁচ নাম্বারে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার ঝুলিতে আছে পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি।


শুধু তাই নয়, বিরাট কোহলিকে আরো একটা দিকে টপকে গেছেন শাইহোপ। ১৫ সেঞ্চুরি করা তৃতীয় দ্রুততম ব্যাটার এখন তিনি। ১৫টি ওয়ানডে সেঞ্চুরি পেতে যেখানে হোপের লেগেছে ১০৫ ইনিংস। সেখানে বিরাট কোহলি ব্যয় করেছিলেন ১০৬ ইনিংস। যেখানে ৮৩ ইনিংসে ১৫টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে বাবর আজম। যেই কীর্তি ৮৬ ইনিংসে করেছিলেন হাশিম আমলা।


যাহোক, শাইহোপ ও নিকোলাস পুরানের জোড়া শতকে ভর করে ৭ উইকেটে ৩৩৯ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। যা তাড়া করতে নেমে ২৩৮ রানেই অলআউট হয় নেপাল। ১০১ রানের জয় পায় ক্যারিবীয়রা।


সূত্রঃ নয়াদিগন্ত অনলাইন