বেশকিছু বছর ধরেই ফর্মে নেই বাঁহাতি এই ব্যাটার। আর্ন্তজাতিক ক্রিকেটে তো রান করতে পারছেনই না এমনকি ঘরোয়া ক্রিকেটেও অফফর্মের কারণে বাদ পড়তে হয়েছে তাকে। পারফর্ম না করতে পারলেও ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে সৌম্যকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সামনে রেখে তিনদিনের অনুশীলনের ক্যাম্পেও আছেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। ক্রিকেটপাড়ায় গুঞ্জন তবে কি আবারো জাতীয় দলে সুযোগ পাচ্ছেন সৌম্য?
টাইগার হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে সৌম্যকে পছন্দ করেন সেটি ওপেন সিক্রেট। শ্রীলংকান এই মাস্টার মাইন্ডের চাওয়াতেই ইমার্জিং এশিয়া কাপ ও অনুশীলন ক্যাম্পে সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য এখনো ব্যাকআপ ওপেনার ও সাত নম্বর পজিশন ঠিক করতে পারেনি বিসিবি। তাই এই দুই পজিশন নিয়ে চলছে নানারকম পরীক্ষা-নীরিক্ষা।
গত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এ দারুণ খেলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন নাঈম শেখ। তাহলে প্রশ্ন জাগে অনুশীলন ক্যাম্পে সৌম্য কেনো?
গুঞ্জন আছে সৌম্যকে সাত নম্বর পজিশনের জন্য বাজিয়ে দেখতে চান হাথুরু। তাই তাকে ইমার্জিং এশিয়া কাপে সুযোগ দেওয়া, অনুশীলনে পরখ করে দেখা।
সূত্রঃ অলরাউন্ডার