আইসিসির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়রা কে কোথায়

ক্রিকেট দুনিয়া June 21, 2023 8,046
আইসিসির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়রা কে কোথায়

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিংয়ে একক আধিপত্য দেখিয়ে আফগানদের বিশাল বড় ব্যবধানে হারায় লিটন-শান্ত-এবাদতরা।


মাঠের এমন ইতিবাচক পারফরম্যান্সের প্রভাব পড়েছে নতুন প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়েও, যেখানে একাধিক বাংলাদেশি ক্রিকেটাররা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন।


ব্যাট হাতে ক্যারিয়ারের অন্যতম সেরা সময়টুকুই কাটাচ্ছেন নাজমুল হাসান শান্ত। ওয়ানডে, টি-টোয়েন্টি থেকে শুরু করে টেস্ট ফরম্যাটেও ব্যাটে রান পাচ্ছেন এই ওপেনার।


সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শতক হাঁকিয়েছেন তিনি। ব্যাট হাতে এমন দুর্দান্ত পারফরম্যান্স করা শান্ত এগিয়েছেন আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে।


বুধবার (২১ জুন) প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে শান্ত অবস্থান করছেন ৫৪ নম্বরে। এছাড়া ঢাকা টেস্ট জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখা সাবেক টাইগার অধিনায়ক মুমিনুল হক ৫০৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৫৩ নম্বরে অবস্থান করছেন।


আগের মতোই যৌথভাবে ২১তম স্থানে আছেন মুশফিকুর রহিম। ওপেনার তামিম ইকবালও আগের মতো ৪৬তম স্থানেই আছেন। তবে না খেলেও এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান (৪০তম)।


বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে আছেন তাইজুল। তালিকার ২১তম স্থানে রয়েছেন তিনি। এক ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ এবং ২৯তম স্থানে আছেন সাকিব।


সূত্রঃ চ্যানেল ২৪