আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া June 17, 2023 2,493
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি

আফগানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে এই সিরিজ। শনিবার দুপুরে এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করা হয়।


দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম, ব্যাটসম্যান আফিফ হোসেন। চোট কাটিয়ে একমাত্র টেস্টে খেলা পেসার তাসকিন আহমেদও ফিরেছেন ওয়ানডে দলে।


২০২১ সালের মে মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাঈম, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল গত বছরের আগস্টে। আর আফিফ এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বাদ পড়েন।


আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে হওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।


আগামী ৫-১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।


বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।


সূত্রঃ অনলাইন