টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

ক্রিকেট দুনিয়া June 14, 2023 467
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর মতে, নতুন উইকেট, গত কয়েকদিন বৃষ্টি হয়েছে বলে এমন সিদ্ধান্ত।


টসে জিতলে তিনিও ফিল্ডিং নিতেন কি না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন হ্যা, অবশ্যই। দীর্ঘ ৪ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সেবার হতাশার হার দেখতে হয়েছিল সাকিব আল হাসানের দলকে।


নিয়মিত এই অধিনায়কের অনুপস্থিতিতে টাইগারদের টেস্ট দলের নেতৃত্বে এই ম্যাচে লিটন দাসের অভিষেক হয়েছে। টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।


বাংলাদেশ একাদশঃ লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।


সূত্রঃ প্রথম আলো অনলাইন