ফাইনালে হারের পর মোটা অঙ্কের জরিমানা ভারতের

ক্রিকেট দুনিয়া June 12, 2023 601
ফাইনালে হারের পর মোটা অঙ্কের জরিমানা ভারতের

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর এবার বড় জরিমানা গুনতে হচ্ছে ভারতকে। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে রোহিত-কোহলিদের। অর্থাৎ ফাইনালের ম্যাচ ফি থেকে কোনো টাকা পাবেন না তারা।


এছাড়া আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোর কারণে বাড়তি জরিমানা গুনতে হবে ভারতীয় ব্যাটার শুভমান গিলকে। আইসিসির ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


এদিকে, জরিমানার মুখে টেস্টের নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। মন্থর ওভার রেটিংয়ের কারণে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে কামিন্স-স্মিথদের।


উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ২০ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবে ভারত পিছিয়ে ছিল ৫ ওভার। অন্যদিকে চার ওভার স্বল্পতা ছিল অস্ট্রেলিয়ার।


অন্যদিকে, ফাইনালে শুভমান গিলের আউট নিয়ে উত্তাপ ছিল তুঙ্গে। এই উত্তাপে গা ভাসিয়ে ১৫ শতাংশ জরিমানা গুনতে হলো ভারতীয় তরুণ এই ব্যাটারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে আউট নিয়ে পোস্ট করেন তিনি।


সেই পোস্টে ক্যামেরন গ্রিনের ক্যাচ নেওয়ার ছবির সঙ্গে ক্যাপশনে দুটি আতশি কাচের ইমোজি দিয়েছেন গিল। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে এভাবে গিল পোস্ট করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।


সূত্রঃ ঢাকা পোস্ট