অবশেষে ক্যাম্পে ডাক পেলেন সোহান-মোসাদ্দেকরা

ক্রিকেট দুনিয়া June 11, 2023 572
অবশেষে ক্যাম্পে ডাক পেলেন সোহান-মোসাদ্দেকরা

আফগানদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ২৬ ক্রিকেটারকে নিয়ে প্রি সিরিজ ক্যাম্প অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। সেই ক্যাম্পে এবার যুক্ত হচ্ছে আরও তিন নাম। সোমবার (১২ জুন) থেকে ক্যাম্পে যোগ দিবেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও এনামুল বিজয়।


নতুন তিন ক্রিকেটারের ক্যাম্পে ডাক পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বলেন, 'আমরা আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করেছি। কাল থেকে ওরাও সাদা বলের দলের সঙ্গে অনুশীলন করবে। ২৬ জনের যে নাম দেওয়া হয়েছিল তা কোনো দল নয়, আমরা সবাইকেই দেখছি। সবাই আমাদের বিবেচনায় আছে।'


উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এর আগে ২৬ জনের দলে ডাক না পাওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেছিলেন, 'আমার কাছে মনে হয়, এতটা খারাপ খেলিনি যে ২৬ জনের পুলে থাকবো না।


হয়তো টিম ম্যানেজমেন্টের অন্য কোনো পরিকল্পনা আছে। হয়তো কম্বিনেশনের কারণে রাখা হয়নি। এটা আমার ওপর খুব বেশি প্রভাব ফেলছে না। একটা সময় পেয়েছি এর মধ্যে মানসিক, শারীরিক ও স্কিল নিয়ে আরও কাজ করতে চাই। যাতে আরও ভালোভাবে ফিরে আসতে পারি।'


সূত্রঃ ইত্তেফাক অনলাইন