মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আয়োজকরা

ফুটবল দুনিয়া May 25, 2023 547
মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আয়োজকরা

আগেই জানা গিয়েছিল, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। জুলাই মাসেই কলকাতায় আসার কথা রয়েছে মার্টিনেজের। সেই সফরেই কলকাতার পাশাপাশি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন তিনি।


মার্টিনেজকে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছে স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত। এবার, এই উদ্যোক্তা মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে সুখবর দিয়েছেন।


মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত জানাতে আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছেন শতদ্রু দত্ত। ঢাকাতে সংবাদ সম্মেলন করে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সফরসূচিতে কি থাকবে সেটি জানাবেন তিনি।


গণমাধ্যমকে শতদ্রু দত্ত বলেন, ‘আগামী বুধবার (৩১ মে) আমি ঢাকায় আসছি। পরের দিন বৃহস্পতিবার (১ জুন) সংবাদ সম্মেলন করে সব জানাবো।’ মার্টিনেজের ঢাকা সফরের জন্য স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান তিনি।


সূত্রঃ চ্যানেল ২৪