পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। ওই মডেলে ভারত ছাড়া প্রতি দল একটি করে ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। ভারতের ম্যাচসহ সেমিফাইনাল, ফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে।
ভারতীয় বোর্ডসহ বাংলাদেশ, শ্রীলঙ্কার চাওয়া ছিল- পুরো আসরটি নিরপেক্ষ ভেন্যুতে হোক। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ হতে যাচ্ছে বলেই খবর। ভারতীয় বোর্ডও হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলার পক্ষে মত দিয়েছে।
তবে বিসিসিআই শর্তও দিয়েছে। সংবাদ মাধ্যম দাবি করেছে, হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলার আগে পকিস্তানের থেকে ভারত বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা চেয়েছে। ওই নিশ্চয়তা পাকিস্তান দিলেই কেবল এশিয়া কাপের ক্ষেত্রে সুর নরম করবে তারা।
সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, ২৭ জুন বিসিসিআই-এর একটি বিশেষ সাধারণ সভা আছে। ওই সভায় এশিয়া কাপের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় ভারতীয় বোর্ড।
এছাড়া ওই সভায় বিশ্বকাপের বিষয়েও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চায় বিসিসিআই। যেমন- বিশ্বকাপ কবে শুরু হবে। কয়টি ভেন্যুতে বিশ্বকাপের আসর বসবে বিষয়গুলোর সিদ্ধান্ত নিতে চায় বিসিসিআই।
সূত্রঃ সমকাল অনলাইন