আইপিএল থেকে বাদ পড়েই লন্ডনে যাচ্ছেন কোহলিরা

ক্রিকেট দুনিয়া May 23, 2023 1,303
আইপিএল থেকে বাদ পড়েই লন্ডনে যাচ্ছেন কোহলিরা

আইপিএলে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েও দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কোয়ালিফায়ারে তুলতে পারেননি বিরাট কোহলি। শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে গুজরাট টাইটান্সের কাছে হেরে ছিটকে যায় বেঙ্গালুরু।


চলতি মৌসুমে কোহলির আইপিএল শেষ। প্রায় দুই মাসের টানা ধকল শেষেও মিলবে না বিশ্রাম। সামনে আছে জাতীয় দলের বড় দায়িত্ব। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফাইনাল খেলতে মঙ্গলবার ভোর রাতে লন্ডনে উড়াল দিচ্ছেন কোহলি।


রাহুল দ্রাবিড়সহ প্রথম ধাপে একই ফ্লাইটে যাবেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল এং অলরাউন্ডার শার্দুল ঠাকুরসহ ৮ ক্রিকেটার। বিসিসিআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক ধাপে লন্ডনে যাবে রোহিত শর্মার দল। এ ছাড়া লন্ডনেই কাউন্টি খেলছেন চেতেশ্বর পূজারা।


আইপিএলে কোয়ালিফাই করা চার দলে থাকা জাতীয় দলের সদস্যরা যাবেন তাদের খেলা শেষে। সবার শেষে যাবেন যারা ফাইনাল খেলবেন তারাই। ৭ জুন লন্ডলের ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।


এর আগেরবার নিউ জিল্যান্ডের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারে ভারত। টানা দ্বিতীয়বার ফাইনালে নিশ্চয়ই সেই সুযোগ হাতাছাড়া করতে চাইবেন না রোহিত-কোহলিরা। তাইতো কোনো বিশ্রাম না নিয়েই কোহলিরা ছুটছেন লন্ডনের পথে!


সূত্রঃ রাইজিংবিডি