আইপিএলে ডাক মারার রেকর্ড গড়লেন দিনেশ কার্তিক

ক্রিকেট দুনিয়া May 22, 2023 1,335
আইপিএলে ডাক মারার রেকর্ড গড়লেন দিনেশ কার্তিক

কোহলির দুর্দান্ত সেঞ্চুরির পর গুজরাট টাইটান্স ওপেনার শুভমান গিলের সেঞ্চুরিতে জয় পেয়েছে গুজরাট। আর তাতেই প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এই ম্যাচে গোল্ডেন ডাক মেরে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন বেঙ্গালুরু উইকেট কিপার ব্যাটার দিনেশ কার্তিক।


আইপিএলে এই মৌসুমে চারবার শুন্য রানে আউট হয়েছেন কার্তিক। গুজরাট ম্যাচে ডাক মেরে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলে সর্বোচ্চ ডাক মারার রেকর্ড নিজের করে নিয়েছেন এই ডানহাতি উইকেট কিপার ব্যাটার। আইপিএলে সর্বমোট ১৭ বার ডাক মেরেছেন তিনি।


কার্তিকের পরে ১৬টি ডাক মেরে রোহিত রোহিত আছেন ২ নম্বরে। ১৪টি করে ডাক মেরে যৌথভাবে তিনে রয়েছেন মানদিপ সিং ও সুনিল নারাইন। এরপর ১৪টি ডাক মেরেছেন বেঙ্গালুরুর আরেক অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।


রবিবার রাতে গুজরাটের সাথে বাঁচামরার ম্যাচে যশ দয়ালের বলে আউট হয়ে এই রেকর্ড করেন কার্তিক। ম্যাচে তার দল হেরেছে গুজরাটের কাছে। তাতেই এই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। কার্তিক নিশ্চয় এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি ভুলে যেতে চাইবেন।


সূত্রঃ অলরাউন্ডার