কোথায় হবে এশিয়া কাপ? নিরপেক্ষ ভেন্যু নাকি হাইব্রিড মডেল? সব দল অংশ নেবে তো! এমন পরিস্থিতিতে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই হবে এশিয়া কাপ।
সেক্ষেত্রে পাকিস্তানে হবে চারটি ম্যাচ। সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এবারের এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক পাকিস্তান। আসরটি তারা ঘরের মাঠেই আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তান সফরে যাবে না ভারত। তবে হাইব্রিড মডেলে বিসিসিআই ও এসিসির আপত্তি নেই বলেও দাবি করা হয়েছে।
যদিও এর আগে হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরে মরুর দেশ আমিরাতে প্রচণ্ড গরম পড়ে। বিশ্বকাপের আগে ওই গরমে পঞ্চাশ ওভারের ম্যাচ খেললে ক্রিকেটারদের ইনজুরির শঙ্কা বাড়তে পারে বলে দুই বোর্ড ওই অবস্থান নিয়েছিল।
সূত্রঃ সমকাল অনলাইন