কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে প্লে অফের আশা টিকে রইলো আরসিবির

ক্রিকেট দুনিয়া May 19, 2023 612

হারলেই বিদায় এমন সমিকরনে , টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় আরসিবি !!


ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় হায়দ্রাবাদ !! একই ওভারে পর পর দুই ওপেনারকে তুলে নেন মাইকেল ব্রেসওয়েল। দলিয় ২৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পরে হায়দ্রাবাদ ।


সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক এডেন মার্করাম এবং ক্লাসেন।দলিয় ১০৪ রানে ২০ বলে ১৮ রান করে ফেরেন মারক্রাম।


মারক্রাম ফিরলেও ব্যাটিং ঝড় থামেনি ক্লাসেনের । হর্ষল পটেলকে ছক্কা মেরে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি । তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন হ্যারি ব্রুক !!

দলিয় ১৭৮ রানে ৮টি চার ও ৬টি ছক্কায় ৫১ বলে ১০৪ রান করে ফেরেন ক্লাসেন ।

শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮৬ রানের পুজি পায় হায়দ্রাবাদ !! হ্যারি ব্রুক ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন । আরসিবির হয়ে ২ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল।


১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আরসিবি । কোহলি ও ফ্যাফ দু'প্লেসিস ঝড়ে ওপেনিং জুটিতে আসে ১৭২ রান । ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন কোহলি ।

১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬২ বলে শতরানের গণ্ডি টপকে যান তিনি । দলিয় ১৭২ রানের মাথায় ৬৩ বলে ১০০ রান করেন মাঠ ছাড়েন কোহলি ।


অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান। শেষমেশ দলিয় ১৭৭ রানে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭১ রান করে আউট হন ফ্যাফ ।


গ্লেন ম্যাক্সওয়েল ও মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে ৪ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় আরসিবি !!


মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসে তারা !!