ভাঙা হাতে পারফর্ম করলেন আইপিএলের চিয়ারলিডার

খেলাধুলার বিবিধ May 16, 2023 613

আইপিএলে ভাঙা হাত নিয়েই পারফর্ম করেছেন এক চিয়ারলিডার। সোমবার (১৫ মে) সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্স ম্যাচে ঘটেছে এই ঘটনা। এমন ঘটনায় আইপিএল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


ম্যাচ চলাকালীন সময়ে দেখা যায় সানরাইজার্স হায়দরাবাদের এক চিয়ারলিডার ডান হাতে স্লিং ঝোলানো অবস্থাতেই পারফর্ম করছেন। হায়দরাবাদের ব্যাটাররা চার, ছয় মারলে বা বোলাররা উইকেট নিলেই সেই অবস্থাতেই নেচে দর্শকদের আনন্দ দিচ্ছেন সেই চিয়ারলিডার।


এই ঘটনায় সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন ক্রিকেটপ্রেমীরা। তাদের মানবিকতা এবং মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এই ঘটনাকে আইপিএলের লজ্জা বলে উল্লেখ করেছেন অনেকে।


সূত্রঃ ইত্তেফাক অনলাইন