যে কারনে মিস হতো শান্তর শতক । ফুটবল খেলেই বাচলেন আউট হওয়া থেকে

ক্রিকেট দুনিয়া May 13, 2023 2,040

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাকালেন । দলকে জেতালেন, হলেন ম্যান অব দ্যা ম্যাচ !!


যদিও এতো সহজ ছিলনা শুরুটা । ৩২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে

৪০ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

এরপর সাকিবকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন শান্ত।

সাকিবের বিদায়ের পর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন তিনি ।


এরই মাঝে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেয়ার দারপ্রান্তে ঘটে বিপত্তি ।

শান্তর যখন ৯৬ রান তখন ৩২ তম ওভারের ৫ম বল করলেন ডকরেল ।

শান্ত পরাস্থ হলে বলটি ছুটে যাচ্ছিল স্টাম্পের দিকে ।

একরকম ফুটবল খেলেই আউট হওয়া থেকে বাচলেন শান্ত ।


ধারাভাষ্যকক্ষ থেকে মজার ছলে বলা হচ্ছিল বাংলাদেশ ফুটবল টিম খেলছে এখানে ।

অন্যদিকে ব্যাপারটা নিয়ে হাসছিল শান্ত ।

বাইরে হাসলেও ব্যাপারটা যে সিরিয়াস ছিল তা বুঝতে বাকি নাই কারো ।


কারন একটু ভুল হলেই মিস হতে পারতো শান্তর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক ।