দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩২০ রান তাড়া করে জয়ের পেছনে তার ৯৩ বলে ১১৭ রানের অনেক বড় অবদান। জর্জ ডকরেলের খাটো লেংথের বলটা মিডউইকেটে ঠেলেই ছুটলেন দুই রানের জন্য। এরপর বাঁধভাঙা উদযাপন। একপর্যায়ে কাউকে উদ্দেশ্য করে ছুড়ে দিলেন উড়ন্ত চুমু। কিন্তু কাকে?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয়েছিল সেই চুমুর বিষয়ে। জবাবে বেশ লজ্জা পেয়েই শান্ত হাসতে হাসতে বলেন, ‘এটা বলা যাবে না।’ সংবাদ সম্মেলনেও হাসির রোল ওঠে। সেই হাসিতে লেগে থাকে শান্তর ব্যাটিংয়ের প্রতি মুগ্ধতা।
প্রতিপক্ষের মাঠে বিরূপ কন্ডিশনে প্রচণ্ড চাপের মুখে আরেক তরুণ তাওহীদ হৃদয়কে নিয়ে কী অসাধারণ ব্যাটিংটাই না করলেন! কী মনোমুগ্ধকর সব শট দেখা গেল শান্তর ব্যাটে! ম্যাচসেরার পুরস্কার তাকে না দিয়ে উপায় আছে?
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন