সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। স্মরণীয় এই জয়ে আবার আইসিসি পুরুষ ক্রিকে বিশ্বকাপ সুপর লিগের পয়েন্ট টেবিলে শক্তিশালী ভারতকে পেছনে ফেলল টাইগাররা। বর্তমানে তিনে উঠে এসেছেন তামিম-সাকিবরা। রোহিত-কোহলিদের ভারত চারে চলে গেছে।
নাজমুল হোসেন শান্তর অভিষেক সেঞ্চুরি এবং তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে আইরিশদের বিপক্ষে গতকাল ৩ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
আয়ারল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। যেখানে সব মিলিয়ে এটি থাকছে দুই নম্বরে। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২১ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।
এছাড়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দেড়শতম জয়ের মাইলফলক এটি। ৪১১ ম্যাচ খেলে এই কীর্তি অর্জন করেছে তারা। বিপরীতে হেরেছে ২৫২ ম্যাচ। ফল আসেনি বাকি ৯টিতে।
সূত্রঃ অনলাইন