প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় আয়ারল্যান্ডের বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভেস্তে গেছে। এতে আগামী অক্টোবর মাসে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজ। এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করত আইরিশরা। তবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচই হিসাবের পরিসমাপ্তি ঘটালো।
বাংলাদেশ ও আয়োজক ভারতসহ সাত দলের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা আগেই নিশ্চিত হয়ে গেছে। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করায় এ সিরিজটি টাইগারদের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তবে মহাগুরুত্বপূর্ণ ছিল আয়ারল্যান্ড ও প্রোটিয়াদের জন্য। শেষ দল হিসেবে সরাসরি টিকিট পাওয়ায় কার্যত লড়াইয়ে ছিল দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। তবে আইরিশরা সেই মিশন থেকে শেষ পর্যন্ত ছিটকে গেল।
এখন বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডসহ সুপার লিগের নিচের পাঁচ দল শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসকে। যেখান থেকে অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে দুই দল। জিম্বাবুয়ের মাঠে এসব খেলা অনুষ্ঠিত হবে।
সূত্রঃ আরটিভি অনলাইন