দুইদিনও শীর্ষস্থান ধরে রাখতো পারলো না পাকিস্তান

ক্রিকেট দুনিয়া May 8, 2023 375
দুইদিনও শীর্ষস্থান ধরে রাখতো পারলো না পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম চার ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। তবে সিরিজের শেষটা ভালো হয়নি বাবর আজমদের। রবিবার করাচিতে পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তান হেরেছে ৪৭ রানে। ফলে পাকিস্তান সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। সিরিজ জিতলেও মন খারাপ থাকারই কথা বাবরদের। কারণ দুইদিন রাজত্ব করেই যে সিংহাসন ছাড়তে হয়েছে তাদের!


শুক্রবার রাতে কিউইদের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিতে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। কিন্তু রবিবারের হারের ফলে পাকিস্তান এক নম্বর থেকে তিন নম্বরে নেমে গেছে।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। প্রথম তিন ম্যাচ জয়ের পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসে পাকিস্তান।


তখন তাদের সামনে ছিল কেবল ভারত ও অস্ট্রেলিয়া। এই দুই দলের রেটিং পয়েন্ট ছিল সমান ১১৩ করে। শুক্রবারের জয়ের পর পাকিস্তানের পয়েন্টও ১১৩ হয়ে গিয়েছিল। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করেছিল পাকিস্তান।


এদিকে পাকিস্তানের হারের পর ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া, ভারত দুইয়ে। দুই দলের পয়েন্টই ১১৩ করে। তিনে নেমে যাওয়া পাকিস্তানের পয়েন্ট এখন ১১২। ইংল্যান্ড (১১১) চারে ও নিউজিল্যান্ড (১০৮) রয়েছে পাঁচে। ৯৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বাংলাদেশ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪