হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুনঃ লিটন দাস

খেলাধুলার বিবিধ May 7, 2023 490
হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুনঃ লিটন দাস

লিটন আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন বেশ কয়েকদিন হলো। তিনি দেশে আসার পর থেকে ভক্তদের মাঝে নানান রকম কথা রটেছে, কেন তিনি আইপিএল ছেড়েছেন। এসব আলোচনার মধ্যেই কড়া জবাব দিলেন এই ব্যাটসম্যান।


মূলত সাংবাদিকদের উদ্দেশ্য করেই ক্ষোভ প্রকাশ করেছেন লিটন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটা ছবি শেয়ার করে বেশকিছু কথা লেখেন তিনি।


ফেসবুকে দেওয়া লিটনের স্ট্যাটাস

লিটন লেখেন, ‘প্রিয় সাংবাদিক, আপনাদের ওপর পূর্ণ সম্মান রেখেই বলছি- আপনারা দয়া করে কোনো কিছু নিশ্চিত না হয়ে শুধুমাত্র কল্পনার জগতে বাস করে নিউজ করবেন না। এই খবরটি পুরোপুরি বানোয়াট! মানুষের ব্যক্তিগত জীবনকে সামান্য কিছু টিআরপি'র জন্য সবার সামনে হাস্যকরভাবে তুলে ধরবেন না। দিন শেষে আপনারা হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন এবং সুস্থ মন মানসিকতার হয়ে সুন্দর এবং সত্য খবর মানু্ষের সামনে তুলে ধরুন।’


লিটনের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্যাপশন লেখা রয়েছে- ‘মেডিকেল ইমার্জেন্সি নয়, বউয়ের টানে আইপিএল ছেড়েছিলেন লিটন!’ এর জবাবেই লিটন এই স্ট্যাটাস দিলেন বলে জানা গেছে।


সূত্রঃ সমকাল অনলাইন