টিভিতে দেখা যাবেনা বাংলাদেশ বনাম আয়ার‌ল্যান্ড ম্যাচ!

ক্রিকেট দুনিয়া May 5, 2023 713
টিভিতে দেখা যাবেনা বাংলাদেশ বনাম আয়ার‌ল্যান্ড ম্যাচ!

আগামী ৯ মে থেকে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে এরই মধ্যে ইংল্যান্ডের চেমসফোর্ডে পৌঁছে গেছে টিম টাইগার্স।


আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ ও ১৪ মে। আর শুক্রবার (৫ মে) আইরিশদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম ইকবালের দল।


তবে ম্যাচ তিনটি বাংলাদেশ থেকে দর্শকরা টিভিতে দেখতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


মূলত ব্রডকাস্টিংয়ের দায়িত্ব থাকে স্বাগতিক বোর্ডের হাতে। জানা গেছে, একই সময় আইপিএলের স্বত্ব কিনে রাখায় আইরিশদের বিপক্ষে সিরিজ নিয়ে আগ্রহী নয় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো। এই সিরিজ সম্প্রচার নিয়ে বৃহস্পতিবার মিরপুরে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।


সুজন বলেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি ও জানতে চেয়েছি যে বাংলাদেশ অঞ্চলে কোন চ্যানেলে খেলা দেখা যাবে? তারা বিষয়টা এখনও নিশ্চিত করতে পারেনি। সেই কারণেই হয়তো তারা আমাকে জানায়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারব। তারা যদি ঠিক করতে পারে জানিয়ে দেব।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪