নাসিরের ৮০ টা গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন তার স্ত্রী তামিমা

খেলাধুলার বিবিধ May 2, 2023 509
নাসিরের ৮০ টা গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন তার স্ত্রী তামিমা

অভিষেকের পরপরই ধুমকেতুর মতো উত্থান হয়েছিল নাসির হোসেনের। ভক্ত সমর্থকরা নাসিরকে ভালবেসে ‘মিস্টার ফিনিশার’ উপাধিও দিয়েছিলেন। কিন্তু পড়তি ফর্ম ও মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে জাতীয় দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার।


সর্বশেষ বিপিএলে ব্যাট-বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে সবার নজর কাড়েন নাসির। তবে জাতীয় দলে সুযোগ মেলেনি এই ক্রিকেটারের। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, দেশে মূল্যায়ন না পেলে আমেরিকা চলে যাবেন এই অলরাউন্ডার।


সম্প্রতি স্বস্ত্রীক তামিমাকে নিয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নাসির। সেখানে নাসির তার আলোচিত ৮০টা গার্লফ্রেন্ড ইস্যু নিয়ে কথা বলেন। এবার নাসিরের সেই গার্লফ্রেন্ড ইস্যুতে কথা বললেন তার স্ত্রী তামিমাও।


নাসিরের স্ত্রী তামিমা বলেন, ‘যে কোনো পেশায় থেকে একটা স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড মেইনটেইন করাই তো কঠিন, সেখানে ৮০টা গার্লফ্রেন্ড থাকবে এটি পুরোই গুজব। যদি সংখ্যাটা ২-৪ জন হতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু এটা পুরোটাই গুজব।’


তিনি মনে করেন, ‘বিয়ের পর অনেকখানিই বদলে গেছেন নাসির। তিনি বলেন, ‘বিয়ের আগে নাসিরের জীবন অন্যরকম ছিল। বিয়ের পর ওর জীবন পরিবারকেন্দ্রিক হয়ে গিয়েছে। ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে।’


এই ইস্যুতে নাসির বলেছিলেন, ‘আমার দুইটা ফোন আর দুইটা সিম। ৮০টা গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা আমিও জানি না। হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি।’


তিনি আরও বলেন, ‘কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা কিছু জিনিসকে এমনভাবে উপস্থাপন করে যেন ভিউ বেশি হয়। অন্যরা আমাকে কি মনে করলো তাতে আমার কিছু আসে না। আমরা ভালো আছি এটাই আমাদের কাছে বড় কথা।’


সূত্রঃ আরটিভি অনলাইন