ব্যাঙ্গালোরের বিপক্ষে কলকাতার সেরা একাদশে কারা?

ক্রিকেট দুনিয়া April 26, 2023 625
ব্যাঙ্গালোরের বিপক্ষে কলকাতার সেরা একাদশে কারা?

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে লিটন দাস সুযোগ পাননি সেরা একাদশে। আজ ব্যাঙ্গালোরের বিপক্ষেও লিটনকে ছাড়াই লড়াইয়ে নামতে পারে কেকেআর। পরিবর্তন আসতে পারে ডেভিড ভিসার জায়গায়।


এবারের আইপিএল আসরে টানা ৪ হারে পয়েন্ট টেবিলে রীতিমতো ধুঁকছে কোলকাতা নাইট রাইডার্স। জয়ে ফিরতে মরিয়া কেকেআরের আজকের প্রতিপক্ষ প্লেসিস, কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।


পাওয়ার প্লে-তে বার বার ব্যর্থ হচ্ছে কেকেআর। লিটন দাসকে নিয়ে এক ম্যাচেই মোহভঙ্গ হয়েছে কেকেআরের। বিদেশি কোটায় জেসন রয়কে নিয়ে কোলকাতার ভরসা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনেই।


লিটনের বদলে গত ম্যাচে সুযোগ পাওয়া ডেভিড ভিসা ছিলেন না খুব একটা ছন্দে। আজ পরিবর্তন আসতে পারে ভিসার জায়গাতেও। ফিরতে পারেন টিম সাউদি কিংবা লুকি ফার্গুসন।


ব্যর্থতার বৃত্তে একসময় নাইটদের একাহাতে জয় এনে দেওয়া তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আর সেটাই ভাবাচ্ছে কেকেআরকে।


বিপরীতে চিন্নাস্বামী স্টেডিয়ামে জয়ের হ্যাটট্রিকের জন্য ভিরাটদের সামনে কলকাতা। এর আগে আসরের প্রথম দেখায় ইডেনে আরসিবিকে ৮১ রানের বড় ব্যবধানে হারায় নিতিশ রানার দল।


কোলকাতার সম্ভাব্য একাদশ: জেসন রয়, নারায়ণ জগদীশান (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ডেভিড ভিসা/লুকি ফার্গুসন, সুনীল নারাইন, কুলবন্ত খেজরলিয়া, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।


সূত্রঃ ক্রিকেট৯৭