আইপিএলে অভিষেকটা সুখকর হয়নি লিটন দাসের। ৪ বলে ৪ করে ফেরা লিটনের উপর আজকের ম্যাচেও আস্থা রাখবে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ইডেন গার্ডেনসে প্রথমবার কেকেআরের জার্সিতে দেখা যাবে লিটনকে।
টানা তিন হারে আইপিএলের পয়েন্ট টেবিলে ব্যাকফুটে কোলকাতা নাইট রাইডার্স। জয়ে ফিরতে মরিয়া লিটন’রা আজ নামছে নিজেদের হোম গ্রাউন্ডে। প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
ওপেনিংয়ে দেখা যাবে লিটন-রয়কে। শেষ ম্যাচে বাকি বিদেশি কোটায় সুযোগ পাওয়া লিটন দাস ও জেসন রয়কে নিয়ে কোলকাতার ভরসা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনেই।
নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার দেখে নাইট রাইডার্সরা। কেকেআরের খেলা ৬ ম্যাচের মধ্যে জয় কেবল ২টি, বিপরীতে ৪ হার।
কোলকাতার সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটকিপার), জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানা (অধিনায়ক), মানদ্বীপ সিং, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শারদুল ঠাকুর, সুনীল নারাইন, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
সূত্রঃ ক্রিকেট৯৭