গুরবাজের বদলে কলকাতার একাদশে লিটন দাস!

ক্রিকেট দুনিয়া April 20, 2023 9,840
গুরবাজের বদলে কলকাতার একাদশে লিটন দাস!

মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) মাঠে নামবে কলকাতা। এদিন দিল্লির বিপক্ষে জিততে না পারলে পয়েন্ট তালিকায়ও অনেকটা পিছিয়ে পড়বে ফ্র্যাঞ্চাইজিটি। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচেই কলকাতার একাদশে দেখা যেতে পারে বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসকে।


চলতি আইপিএলে এখন পর্যন্ত দিল্লিই একমাত্র দল যারা কোনো ম্যাচ জিততে পারেনি। তাদের বিপক্ষে কলকাতার জয়ের সম্ভাবনাও রয়েছে বেশ। গেল দুই ম্যাচে কলকাতার বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির ওপেনিং জুটি। ব্যাট হাতে গুরবাজ ধারাবাহিকভাবে ব্যর্থ।


আর তাই দিল্লির বিপক্ষে গুরবাজের বাদ পড়া এক প্রকার নিশ্চিতই। গুরবাজের পরিবর্তে কলকাতার একাদশে দেখা মিলতে পারে লিটনের। ব্যাট করার পাশাপাশি লিটন উইকেটরক্ষকও, তাই গুরবাজের বদলে লিটনই হতে পারে কলকাতার প্রথম পছন্দ।


কলকাতার মিডল অর্ডার ঠিক থাকলেও সমস্যা বোলিং আক্রমণ নিয়ে। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ ও ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভাল বল করতে পারেনি কেকেআর। তাই বোলিং বিভাগেও পরিবর্তন আনতে পারে দলটি। সেক্ষেত্রে লকি ফার্গুসন বাদ পড়তে পারেন একাদশ থেকে আর সুযোগ মিলতে পারে টিম সাউদির।


কলকাতার সম্ভাব্য একাদশ: লিটন দাস, নারায়ন জগদীশন, বেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারাইন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার)।


সূত্রঃ চ্যানেল ২৪