শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতল নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া April 8, 2023 1,106
শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতল নিউজিল্যান্ড

প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসায় শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনাল। কুইন্সটাউনের জন ডেভিস ওভাল স্টেডিয়ামে শেষ ওভারের নাটকীয়তায় এক বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ঘরে তুলেছে কিউইরা।


আগে ব্যাট করে কুশলের ৪৮ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছিল লঙ্কানরা। কুশল পেরেরার ২১ বলে ৩৩ ও পাথুম নিশাঙ্কার ২৫ বলে ২৫ রানের ইনিংসও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিউইদের হয়ে ২ উইকেট পেয়েছেন বেঞ্জামিন লিস্টার।


১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে তুলে ফেলে ৫৮ রান। চ্যাড বোয়েস ও সেইফার্ট গড়েন ৫৩ রানের উদ্বোধনী জুটি। বোয়েস ১৭ রান করে লাহিরু কুমারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে টম লাথাম এবং টিম সাইফার্ট মিলে ৮৪ রান যোগ করেন। তবে সেঞ্চুরির কাছে গিয়েও ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাঝঘরে ফেরেন সেইফার্ট। ৪৮ বলে তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৩ ছক্কায়।


সেইফার্ট বিদায় নেওয়ার পর মার্ক চ্যাপম্যান (১৬), জেমি নিশাম (০) ও ড্যারিল মিচেল (১৫) আউট হলে চাপে পড়ে কিউইরা। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছতে সমর্থ হয় রচিন রবীন্দ্র এবং অ্যাডাম মিলনে। বল হাতে লঙ্কানদের লাহিরু কুমারা নিয়েছেন ৩ উইকেট।


সূত্রঃ সমকাল অনলাইন