মানসিকভাবে সাকিব-লিটন টিমেই আছেঃ কেকেআর কোচ

ক্রিকেট দুনিয়া March 29, 2023 557
মানসিকভাবে সাকিব-লিটন টিমেই আছেঃ কেকেআর কোচ

মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের ১৬ তম আসর। আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ সংখ্যক ৩ জন বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পেয়েছেন। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন লিটন দাস ও সাকিব আল হাসান এবং দিল্লী ক্যাপিটালস এর হয়ে গতবারের ন্যায় এবারও খেলবেন মুস্তাফিজুর রহমান।


আইপিএলের এবারের আসরে খেলার জন্য এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছড়পত্র পাননি কোনও ক্রিকেটার। দেশের এই ৩ ক্রিকেটাররের ছাড়পত্র নিয়ে বাংলাদেশের ক্রিকেট পাড়া এখন সরব। বিসিবি থেকে ছাড়পত্র না দিলেও খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ফ্রাঞ্চাইজিগুলো। মঙ্গলবার এটা নিয়ে কথা বলেছেন কোলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত।


“তারা (সাকিব-লিটনরা) এখানে নেই সত্যিই। কিন্তু মানসিকভাবে তারা এখানেই আছে। গত এক মাস ধরে তাদের সঙ্গে আমার কথা হচ্ছে। ওরা ক্রিকেটই খেলছে। তারা দ্রুতই দলের সঙ্গে যোগ দেবে।“


এদিকে সাকিবদের ছাড়পত্রে ব্যাপারে শোনা যাচ্ছে পক্ষে বিপক্ষে নানান মত। সাকিবদের ছাড়পত্রে পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিবদের পক্ষে সুর মিলিয়েছেন খালেদ মাহমুদও।


সূত্রঃ ডেইলি ক্রিকেট