টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন দু'দলের একাদশ

ক্রিকেট দুনিয়া March 18, 2023 430
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন দু'দলের একাদশ

বাংলাদেশ দল এবার নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মিশনে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আইরিশ দলপতি অ্যান্ডি বালবারনি।


গত ৬ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলে ছিলেন মেহেদী হাসান মিরাজ। সে ম্যাচে দুই পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেনকে খেলায় বাংলাদেশ।


আজ আয়ারল্যান্ডের বিপক্ষে স্পিন অলরাউন্ডার মিরাজকে বসিয়ে তৃতীয় পেসার হিসেবে তাসকিন আহমেদকে দলে ফিরিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।


বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।