অনুশীলন করার সময় চোট পেয়ে হাসপাতালে মিরাজ

ক্রিকেট দুনিয়া March 17, 2023 349
অনুশীলন করার সময় চোট পেয়ে হাসপাতালে মিরাজ

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগে দুঃসংবাদ যে পিছুই ছাড়ছে না টাইগারদের৷ আগেই চোট দল থেকে ছিটকে গেছেন জাকির হাসান। জ্বরে ভুগছেন অধিনায়ক তামিম ইকবাল। এবার চোট পেলেন মেহেদি হাসান মিরাজও।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১০ টা থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। গা গরম করতে অন্যান্য দিনের মতো আগে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা।


কিন্তু পেসার হাসান মাহমুদের একটি কিক আচমকা এসে লাগে মিরাজের মাথায়। সাথে সাথেই মাথায় হাত দিয়ে বসে পড়েন এই অলরাউন্ডার। ফিজিও এসে কিছুক্ষণ দেখভাল করেন, পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


তবে, মিরাজের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। কিন্তু মিরাজের মত গুরত্বপূর্ণ ক্রিকেটার হঠাৎ ছিটকে গেলে চিন্তার ভাঁজ টিম ম্যানেজমেন্টের কপালে পড়বে এটাই স্বাভাবিক।


সূত্রঃ স্পোর্টসজোন২৪