এবার ওয়ানডে দলেও ডাক পেলেন রনি তালুকদার

ক্রিকেট দুনিয়া March 16, 2023 608
এবার ওয়ানডে দলেও ডাক পেলেন রনি তালুকদার

জাকির হাসান ইনজুরিতে ছিটকে যাওয়াং তার জায়গায় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন রনি তালুকদার। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান জাকির।


পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে তাঁর। অর্থাৎ আগামী মাসের শুরুতে অনুষ্ঠেয় সিরিজের একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই। সেকারণেই রনিকে যুক্ত করেছে বিসিবি।


সবশেষ বিপিএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে দলে ফেরেন রনি। ইংল্যান্ড সিরিজে খুব বড় ইনিংস খেলতে না পারলেও তার প্রতি সন্তুষ্ট টিম ম্যানেজম্যান্ট। আজ চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে করেছেন ৬১ বলে ৮০ রান। আর তাই দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটারকে ওয়ানডেতেও সুযোগ দিতে চায় বোর্ড।


আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়।


সূত্রঃ স্পোর্টসজোন২৪